নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পর্শে স্বামী ও স্ত্রীর মৃত্যুর হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫৫)। কাজম আলী একই এলাকার মৃত. কালাই মিয়ার ছেলে।
কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ভোরে নতুন ঘরের দেয়ালে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একসঙ্গেই ওই দম্পতি মারা যান।
পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদের উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পাঠকের মন্তব্য: