মদ কিনতে লাগবে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট!

মদ কিনতে গেলে নিতে হবে করোনাভাইরাসের দুই ডোজ টিকা। অন্যথায় মিলবে না মদ। অর্থাৎ করোনার টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই কেনা যাবে মদ।

সম্প্রতি এ রকম ঘোষণা দিয়েছে তামিলনাড়ুর নীলগিরি জেলার প্রশাসন। যা নিয়ে বিতর্ক হচ্ছে। জেলার সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকাকরণের আওতায় আনতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক।

এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চলতি মাসের ১ সেপ্টেম্বর থেকে নীলগিরি জেলায় এই নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক জে ইনোসেন্ট দিব্যা।

মদ কেনার জন্য কোভিড টিকার সার্টিফিকেট দেখানো নিয়ে দিব্যা বলেছেন, ‘‘টিকা পাওয়ার যোগ্যদের মধ্যে ৯৭ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়েও টিকা দেওয়া হয়েছে। তবে কিছু মদ্যপ টিকা নিতে অস্বীকার করেছেন। তাদের দাবি, টিকা নিলে দু’-তিন দিন মদ খাওয়া যাবে না। তাই তারা টিকা নেবেন না। এ রকম কিছু মানুষের জন্যই আমরা ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সে জন্যই এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

কমপক্ষে একটি টিকা নেওয়া থাকলেও মদ কেনা যাবে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মন্তব্য:

Check Also

যুদ্ধ হলে যেখানে পালাবেন ইসরাইলিরা

প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের ওপর বর্বর দমনপীড়ন চালিয়ে আসছে দখলদার ইসরাইল। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইহুদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *