যেসব ফোনে ২ মাস পর ‘বন্ধ হয়ে যাবে’ হোয়াটসঅ্যাপ

অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে অনেকেই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

তবে এবার এসেছে দুঃসংবাদ। হাতে মাত্র দু’মাস সময়, এরপরই একাধিক স্মার্টফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ এর নতুন নিয়ম চালু হলেই বন্ধ হয়ে যাবে ওইসব ফোন। এই তালিকায় রয়েছে পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনগুলো। ১ নভেম্বর থেকেই চালু হবে এই নতুন নিয়ম।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপ-এর তরফ থেকে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

ফলে যারা এ ধরনের পুরাতন মডেলের ফোন ব্যবহার করছে তারা আগামী নভেম্বর থেকে আর হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ব্যবহার করতে পারবে না। তাদের ক্ষেত্রে নতুন ফোন ক্রয় করতে হবে।

যেসব ফোনগুলোতে দু’মাস পর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
১. স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২
২. সোনি এক্সপিরিয়া
৩. এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু
৪. হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু
৫. অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস

গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপ এর নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা চলছে। এর ফলে ব্যবহারকারীর সংখ্যা কমেছে বলেই খবর। যদিও হোয়্যাটসঅ্যাপ সবসময়েই দাবি করেছে, অ্যাপে নিরাপত্তার কোনও অভাব নেই। এখানে দেওয়া বার্তা ও ছবি সব সময়েই নিরাপদ।

পাঠকের মন্তব্য:

Check Also

ইয়ামাহার ১ হাজার সিসির মোটরসাইকেল বাংলাদেশে

বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের কাছে ইয়ামাহা অত্যন্ত জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের আরওয়ানএম হচ্ছে প্যাশনেট বাইকারদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *