কোনো টুইট না করেই ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্র.লের শি.কার হচ্ছেন বলিউড অভিনেত্রী ও বিগবস প্রতিযোগী আরশি খান। তার দোষ একটিই— তার জন্ম আফগানিস্তানে। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এ অভিনেত্রীর।
ভারতীয় এক টেলিভিশন সাক্ষাৎকারে অকপট জানালেন, তার জন্ম আফগানিস্তানে। কিন্তু তিনি ভারতীয় নাগরিক। মনে ও প্রাণে তিনি ভারতীয়। ক্ষো.ভ উগড়ে দিয়ে এ অভিনেত্রী বলেন, হ্যাঁ, আমার শরীরে আফগানি র.ক্ত। জন্মসূত্রে আমি একজন আফগানি পাঠান।
এরপর আক্ষেপ নিয়ে আরশি খান বলেন, আগেও নাগরিকত্ব নিয়ে আমাকে ট্রল করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বার আমাকে টার্গে.ট করেছেন তারা। অনেকে আবার আমাকে পাকিস্তানি নাগরিক মনে করে ট্র.ল করেন। এই একই কারণে কাজের জায়গাতেও অনেক কথা শুনতে হয়েছে। আমি একটা কথা স্পষ্ট করে জানাতে চাই যে, আমি ভারতীয়। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয়পত্র রয়েছে।
এরপর নিজের বংশপ.রিচয় পরিষ্কার করেন আরশি খান। তিনি বলেন, পাকিস্তান না, আমার শরীরে আফগানি রক্ত। আমার পরিবার ইউসুফ জহির পাঠান গোষ্ঠীর। আমার দাদা আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন এবং তিনি ভুপালে স্থায়ী হন। আমার পরিবার যখন ভারতে চলে আসে, তখন আমার বয়স ছিলো মাত্র ৪ বছর। আমার শিকড় আফগানিস্তানে, তবে আমি ভারতীয় নাগরিক।
তথ্যসূত্র: স্পটবয়, হিন্দুস্তান টাইমস।