লকডাউনে বৌভাত, অতঃপর ৫০০ জনের খাবার গেল এতিমখানায়

হবিগঞ্জের মাধবপুরে কঠোর লকডাউন চলাকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করায় অভিযান চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। এ সময় সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুল্লা গ্রামে জানু মিয়া তার ছেলে খোকন মিয়ার বৌভাত অনুষ্ঠানে ৫০০ জন অতিথির জন্য খাবারের আয়োজন করেন। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ও সেনাবাহিনীর নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সাথে সাথে বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেন।

পরে বৌভাত অনুষ্ঠানের খাবারসামগ্রী উপজেলা এক এতিমখানায় পাঠিয়ে দেয়া হয় এবং বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মন্তব্য:

Check Also

নিঃস্ব পরিবার গুলোকে ঈদের বাজার দিতে চাই: তাসরিফ

সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় তাসরিফ। তবে গানের পাশাপাশি তিনি ব্যাপক পরিচিতি পান ২০২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *