বিশ্বকে চমকে দিয়ে ইংল্যান্ডে বিক্রি হলো ‘পস স্পাইস’ নামের একটি গরু। বিশ্ব রেকর্ড গড়েছে গরুটির মূল্য। সম্প্রতি ইংল্যান্ডে গরুটি নিলামে উঠলে ৩৬ লাখ ডলারে বিক্রি হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা।





সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানায়, ম্যানচেস্টার ও কামব্রিয়ার কয়েকজন পশু ব্যবসায়ী যৌথ উদ্যোগে এই গরুটি কেনেন।
ব্রিটিশ লিমোসিন ক্যাটাল সোসাইটি জানিয়েছে, বর্তমানে গরুটি যুক্তরাজ্য এবং ইউরোপে সবচেয়ে দামি প্রাণী হয়ে উঠেছে।
খামারের মালিক ক্রিস্টাইন উইলিয়ামস ১৯৮৯ সালে খামারটি তৈরি করেন। তিনি সিএনএনকে বলেন, ‘আমরা এখন এক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা নিশ্চিত ছিলাম না যে গরুটিকে বিক্রি করতে পারবো কিনা। কিন্তু শেষ পর্যন্ত পেরেছি।’





এত দামে বিক্রি হওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘আমরা বিশ্বাস করি গরুটি তার বংশ বিশেষত তার মায়ের কারণে এত ভালো দামে বিক্রি হয়েছে।’
পাঠকের মন্তব্য: