আসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি: আহমেদ শরীফ

আল্লাহ্‌কে স্মরণ করে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত দিলেন চলচ্চিত্রের খলচরিত্রের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ।

মঙ্গলবার (১৩ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একসঙ্গে জোড়া লাগানো ছবি পোস্ট করে সবাইকে নামাজের দাওয়াত দেন তিনি।

ছবির ক্যাপশনে আহমেদ শরীফ লেখেন, ‘আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তায়ালাকে স্মরণ করি। একমাত্র তিনিই সর্ব শক্তিমান। ’

আট শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ। নায়ক হিসেবে অভিষিক্ত হলেও তিনি জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে।

আহমেদ শরীফের প্রথম সিনেমার নাম ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। সুভাষ দত্ত পরিচালিত এতে নায়ক চরিত্রে অভিনয় করেন তিনি। তবে খলনায়ক হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুক’সিনেমায়। এটি সুপারডুপার হিট হয়।

ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ক্ষতিপূরণ, মোহনা, তিনকন্যা, মহানায়ক, নাগ নাগিনীর প্রেম, শীষ নাগ, রূপসী নাগিন, রাজনন্দিনী, কেয়ামত থেকে কেয়ামত, দেনমোহর, মহেশখালীর বাঁকে, শেষ খেলা, শাস্তি, মেঘের কোলে রোদ, মিস ললিতা, চাওয়া থেকে পাওয়া, বিষে ভরা নাগিন অন্যতম।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ‘ক্ষণিক বসন্ত’।

পাঠকের মন্তব্য:

Check Also

১০ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন দু’ভাই, আজ ১৫০ কোটি টাকার কোম্পানির মালিক

কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় যে একদিন সাফল্য নিয়ে আসবেই সেই নিয়ে একটি ছোট্ট গল্প বলতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *